Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া দেবে সেনাবাহিনী -সেনা প্রধান

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৯, ৪:০৩ পিএম

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমদ বলেছেন, রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণ নয় শুধুমাত্র কাঁটাতারের বেড়া নির্মাণ করে দেবে সেনাবাহিনী। কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য এখন পরিকল্পনা চলছে। সেটি শেষ হলেই এ বেড়া নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু করবে সেনাবাহিনী।

বর্তমান প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর উন্নয়নে সব সময় আন্তরিক। তার দিকনির্দেশনায় সেনাবাহিনীতে আধুনিকায়নের কাজ চলছে।

তিনি আজ (১৩ অক্টোবর) রবিবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভের নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জ বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত অরলিকন রাডার কন্ট্রোলড গানের পরীক্ষামূলক ফায়ারিং অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সাথে এসব কথা বলেছেন।

সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে একজন রোহিঙ্গা নারীকে সেনাবাহিনী সদস্য কর্তৃক ধর্ষণের ঘটনা গণমাধ্যমে প্রকাশ নিয়ে তিনি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ এসেছে। সে ব্যাপারে আমরা একজন ব্রিগেডিয়ার কি দিয়ে তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তে দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সকাল ১০ টায় সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদ উখিয়ার ইনানীর নিদানিয়া হেলিপ্যাডে অবতরণ করেন।

এরপর বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের ধারায় সংযোজিত অরলিকন রাডার কন্ট্রোল গানের পরীক্ষামূলক ফায়ারিং এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় নিদানিয়া এডি ফায়ারিং প্রত্যক্ষ করেন তিনি।

এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আধুনিক প্রযুক্তি সম্বলিত বিশ্বখ্যাত অরলিকন রাডার কন্ট্রোল গান বাংলাদেশ সেনাবাহিনীর সরঞ্জামাদির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় আকাশ প্রতিরক্ষার অংশ হিসেবে বিমান বিধ্বংসী অস্ত্র সংযোজনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা আরো একধাপ এগিয়ে গেল।



 

Show all comments
  • ash ১৩ অক্টোবর, ২০১৯, ৪:০৭ পিএম says : 0
    KUTHI TAKA KHOROCH KORE KATATARER BERA DEWA HOBE KINTU O GULO KATTE KOTOKHON LAGBE ??? ONNAO DESH E TO JAILER MODDY RAKHE (JAILER MOTO E) BANLADESH O VABE KENO PARE NA??
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনাপ্রধান

২৩ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ