Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে

রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ হাসান মাহমুদ টুকু

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরী হয়েছে। কোন মানুষ এই সরকারের নিকট নিরাপদ নয়। এই সরকারের সন্ত্রাসী বাহিনী শুধু হত্যা নয়, গুম, ধর্ষণ, মিথ্যা মামলা দেওয়া অব্যাহত রেখেছে। সমালোচনা করলে দিনে দুপুরে এবং রাতের অন্ধকারে জনগণকে খুন করে লাশ গুম করে দিচ্ছে।
গতকাল শনিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিাসেব রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আস্থাভাজন ও নিজের হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ মানুষের দল নয় পশুর দলে পরিণত হয়েছে। তারা জন্মলগ্ন থেকে খুন, হত্যা, চাঁদাবাজী ও ধর্ষণের রাজত্ব কায়েম করে আসলেও দেশের বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর নিশ্চুপ থেকেছেন
তিনি আবরার ফাহাদ হত্যা সম্পর্কে বলেন, বুয়েটের সব থেকে ভাল ও কঠিন বিষয়ে পড়ালেখা করতেন শহীদ আবরার হোসেন ফাহাদ। সেই মেধাবী শিক্ষার্থীকে মধ্যযুগের কায়দায় অত্যন্ত অমানুষিক ভাবে নির্যাতন ও পশুর মত আচরণ করে ছাত্রলীগের গুÐারা হত্যা করেছে। যতই শেখ হাসিনা তার এমপি মন্ত্রীরা আবরার হত্যাকারীদের বিচারের কথা বলুক মানুষ তা আর বিশ্বাস করে না। পূর্বেও প্রকাশ্যে বিশ্বজিতকে ছাত্রলীগের সন্ত্রাসীরা খুন করলেও খুনিদের তারা মাফ করে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বলেন, এই সরকারের প্রধানমন্ত্রী ভারতের সাথে একের পর এক দেশ বিরোধী চুক্তি করে বাংলাদেশকে ভারতের একটি প্রদেশে পরিণত করেছে। শুধু তাই নয় যুবলীগের সূর্য সন্তানেরা ক্যাসিনোর ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডাভোকেট শফিকুল হক মিলনসহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ