বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাটহাজারী ওলামা পরিষদের উদ্যোগে পাহাড়তলী সেগুনবাগানস্থ তালিমুল কোরআন মাদরাসা ও মসজিদ উচ্ছেদ করার ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ গতকাল শনিবার বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে হাটহাজারী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাফর আহমদ বলেন, বায়তুল মুকাদ্দাসে ইবাদত বন্ধ করে বাদশাহ বখত নসর জালিমের খাতায় নাম লিখিয়েছেন। মুশরিকরা মহানবীর (স.) হজে বাধা দিয়ে ইতিহাসে জালিম সাব্যস্ত হয়েছে। আমি চাই না, মাদরাসা মসজিদ উচ্ছেদ করে তারাও জালিমের খাতায় নাম লেখাবে।
বিশেষ অতিথির বক্তব্যে হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ওলামা পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা নাছির উদ্দিন মুনির বলেন, ১৯৯৬ সালে এতিম-অসহায়, হতদরিদ্র ও পথশিশুদের নিরক্ষরতা দূরীকরণ, দ্বীনি শিক্ষা প্রদানের নৈতিক গুনাবলি সম্পন্ন আদর্শবান নাগরিক সৃষ্টির লক্ষ্যে পাহাড়তলী সেগুনবাগানস্থ ধর্মপ্রাণ মুসলমানদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় সেগুনবাগান তালিমুল কোরআন মাদরাসা ও মসজিদ কমপ্লেক্স। যা বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রসিদ্ধ হিফজুল কুরআন মাদরাসা। যার শতাধিক শাখা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু মসজিদ না থাকায় হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণ খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় নামাজ আদায় করে থাকে। এমতাবস্থায়, মাদরাসা উচ্ছেদ করা হলে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরন হবে। সংগঠনের সহ-সভাপতি মাওলানা মুফতি মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ-সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদীর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, মাওলানা নছিম উদ্দিন, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা শফিউল্লাহ, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা মাহমুদ হোসাইন, মুফতি মনসুরুল হক জিহাদী, মাওলানা এমরান সিকদার, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা এনায়েতউল্লাহ, রেজাউল করিম ও নিজাম সাইয়্যিদ প্রমুখ। সমাবেশশেষে সহ¯্রাধিক তৌহিদী জনতা মিছিল সহকারে হাটহাজারীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।