প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আর অ্যান্ড এম মুভিং পিকচার্সের ব্যানারে তাদের প্রথম চলচ্চিত্র ‘ফিফটিন অগাস্ট’ নির্মাণের পর মাধুরী দীক্ষিত নেনে এবং তার স্বামী ডা. শ্রীরাম নেনে তাদের প্রযোজনায় নতুন ফিল্ম ‘পঞ্চক’-এর নাম ঘোষণা করেছেন। মহারাষ্ট্রের কোনকান গ্রামের পটভূমিতে হাস্যকর মৃত্যুভয়, সামাজিক বিধিনিষেধ এবং কুসংস্কার নিয়ে মারাঠি ভাষার কমেডি ফিল্মটি নির্মিত হবে। মাধুরী বলেছেন : “একটি পরিবার, তাদের বিশ্বাস এবং কুসংস্কারের নিয়ে চলচ্চিত্রটির কাহিনী। এটি একটি ফ্যামিলি কমেডি; আশা করছি সবাই আনন্দ পাবে।” ডা. শ্রীরাম নেনে বলেন : “খুব সরল গল্প। কুসংস্কার আমাদের অনেক সময় আচ্ছন্ন কররে ফেরতে পারে, এতে অহেতুক মৃত্যুভয় সৃষ্টি হতে পারে যা থেকে অবিশ্বাস্য পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা এই ফিল্মটি প্রযোজনার সুযোগ পেয়ে রোমাঞ্চিত। অতুলনীয় শিল্পী ও কুশলীদের একত্র করার জন্য আমরা পরিশ্রম করেছি। আশা করি দর্শকরা ভাল হাস্যরস উপভোগ করবেন।” ‘পঞ্চক’ পরিচালনা করবেন জয়ন্ত জাথার। অভিনয় করবেন আদিনাথ কোথারে, তেজশ্রী প্রধান, আনন্দ ইঙ্গালে, নন্দিতা পাটকর, ভারতী আচারেকর, বিদ্যাধর জোশি, সতীশ আলেকর, সাগর তালাশিকার, দীপ্তি দেবী এবং আশিস কুলকার্নি। শুটিং শুরু হয়েছে ১০ অক্টোবর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।