Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃণমূলের মতামতে কেশবপুর থানা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি

কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃনমূল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আহবায়ক কমিটি গঠনের লক্ষে কেশবপুর থানা ও পৌর বিএনপির নির্বাহী কমিটির সভা পৃথক পৃথক স্থানে অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দিপনায় গত শক্রবার সকালে কেশবপুর বিএনপি কার্যালয়ে ও বিকালে পাইলট স্কুল অডিটরিয়ামে পৌর বিএনপির সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে সভায় উপস্থিত উভয় শাখার নির্বাহী সদস্যরা তাদের পছেন্দের প্রার্থীদের পক্ষে মত প্রকাশ করেন।

থানা বিএনপির আলহাজ আবুল হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নারগিস বেগম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।

সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ উপস্থিত ৭০ জনের মধ্যে থানা বিএনপির ৫১ জন সদস্য তাদের পছেন্দের প্রার্থীদের পক্ষে মত দেন। উপস্থিত ৫১ জন সদস্যের মধ্যে মতামত নেয়া হয় ৪৫ জন সদস্যের। থানা বিএনপির আহ্বায়ক পদ প্রার্থী থানা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদের পক্ষে মত দেন ৩৭ জন সদস্য। অপর আহ্বায়ক পদপ্রার্থী পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসকে ১ জন সদস্য আহ্বায়ককরার পক্ষে মত দেন। যুগ্ম-আহ্বায়ক-১ পদপ্রার্থী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমানের পক্ষে মত দেন ৩২ জন সদস্য. অপর যুগ্ম-আহ্বায়ক-১ পদ প্রার্থী পৌর বিএনপিসাধারণ সম্পাদক প্রভাষক আলাউদ্দীন আলাকে ১জন সদস্য যুগ্ম-আহ্বায়ক-১ করার পক্ষে মত দেন।

পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে ওই দিন বিকালে পাইলট স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় উপস্থিত পৌর বিএনপির ৪১ সদস্যের মধ্যে ৩৮ জন সদস্য তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে মত দেন। পৌর বিএনপির আহ্বায়ক পদ প্রার্থী পৌর যুবদলের সভাপতি শেখ শহীদুল ইসলামের পক্ষে মত দেন ২৫ জন সদস্য। অপর আহ্বায়ক পদ প্রার্থী পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জুলফিক্কার আলীর পক্ষে মত দেন ২ জন সদস্য। যুগ্ম-আহ্বায়ক-১ পদ প্রার্থী পৌর যুবদল নেতা ও পৌর ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন বাবুর পক্ষে মত দেন ২৫ জন সদস্য. অপর যুগ্ম-আহ্বায়ক-১ পদ প্রার্থী পৌর বিএনপির সাংগঠনিক কুতুব উদ্দীন বিশ্বাসের পক্ষে মত দেন ২ জন সদস্য মতামত দেন।

উল্লেখ্য, কেশবপুর থানা ও পৌর বিএনপির কমিটি সর্বশেষ ২০০৯ সালে গঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ