রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দিনাজপুরের হাকিমপুরে সাংবাদিক লাঞ্চনাকারী এসআই মিজানুর রহমান মিজানের অপসারনসহ শাস্তির দাবি মেনে নেয়ার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছে স্থানীয় সাংবাদিকরা।
হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু জানান, গত ৯ অক্টোবর সন্ধায় মুভি বাংলা টিভি ও দৈনিক ইন্ডাস্ট্রি পত্রিকার হিলি প্রতিনিধি সোহেল রানা স্থানীয় হীরামতি সিনেমা হলের সামনে গেলে হাকিমপুর থানার এসআই মিজানুর রহমান মিজান তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়। এসময় এসআই মিজান সাংবাদিক সমাজ সম্পর্কেও কুটুক্তি করে।
এদিকে সাংবাদিক সোহেল রানাকে লাঞ্চিত ও হুমকির প্রতিবাদে হাকিমপুর প্রেসক্লাবের সদস্যরা ১০ অক্টোবর জরুরি বৈঠকে এসআই মিজানের অপসারনসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম ঘোষণা করে।
হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন জানান, আল্টিমেটাম শেষের আগেই হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে আলাপ করে এসআই মিজানের অপসারনসহ দাবি মেনে নেয়ার আশ্বাস প্রদান করেন। এর প্রেক্ষিতে ১১ অক্টোবর হাকিমপুর প্রেসক্লাবে জরুরি বৈঠকের মাধ্যমে আগামী ২০ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়। ঘোষিত সময়ের মধ্যে দাবি পুরন না হলে পুনরায় কর্মসূচি গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।