Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেণুকা শাহানের পরিচালনায় নেটফ্লিক্স চলচ্চিত্রে কাজল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

অভিনেত্রী রেণুকা শাহানের পরিচালনায় নেটফ্লিক্স চলচ্চিত্র ‘ত্রিভঙ্গ’তে কুণাল কাপুর, তন্বী আজমি এবং মিথিলা পালকারের সঙ্গে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী কাজল। “আমি ‘ত্রিভঙ্গ’ পরিচালনা শুরু করার অপেক্ষায় আছি। এটি একটি অবিশ্বাস্য সুযোগ এবং নেটফ্লিক্সের সঙ্গে কাজ করতে ভাল লাগবে। সারা বিশ্বে একই দিনে সব দর্শক ফিল্মটি দেখতে পাবে। আমাদের হাতে দারুণ কাস্ট ও গল্প আছে। কাজ শুরু করতে তর সইছে না,” রেণুকা বলেন। ‘ত্রিভঙ্গ’ ১৯৮০’র দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত মুম্বাইয়ে পটভূমিতে একটি পরিবারে তিন প্রজন্মের গল্প। এতে প্রত্যেকের জীবনে পরিবারে গুরুত্ব দেখান হবে। এই ফিল্মটি দিয়ে ডিজিটাল মাধ্যমে কাজলের অভিষেক হবে। অজয় দেবগন ফিল্মস এবং বান্নিজয় এশিয়া এবং আলকেমি প্রডাকশন্স চলচ্চিত্রটি প্রযোজনা করবে। অজয় বলেন, “তিন অসাধারণ নারীর গল্প নিয়ে নেটফ্লিক্সের সঙ্গে ‘ত্রিভঙ্গ’ নিয়ে কাজ করতে যাচ্ছি। অজয় দেবগন ফিল্মস এইই প্রথম ডিজিটাল মাধ্যমে কাজ করবে।” নেটফ্লিক্স ইন্ডিয়ার পরিচালক (অরিজিনাল ফিল্ম) আশিস সিং বলেন,” অজয় দেবগন ফিল্মস এবং বান্নিজয় এশিয়া এবং আলকেমি প্রডাকশন্সের সঙ্গে ‘প্রথম বারের মত ‘ত্রিভঙ্গ’ নিয়ে কাজ করব। চমৎকার গল্প ও অতুলনীয় কাস্টের কাজ ভারত ও সারাবিশ্বের দর্শকদের ভাল লাগবে আশা করি।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ