Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশাশুনি টু বদরতলা সড়কের দুরাবস্থা দুর্ঘটনার শিকার যানবাহন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) থেকে | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

আশাশুনি টু বদরতলা ভায়া কালিবাড়ি সড়কের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। সড়কে চলাচালকারী যানবাহন নিয়মিত দুর্ঘটনা কবলিত হচ্ছে।

আশাশুনি থেকে কালিবাড়ি বাজার হয়ে বদরতলা পর্যন্ত সড়কটি খুবই ব্যস্ততম সড়কে রূপ নিয়েছে। সড়কের বাঁটরা এলাকা হতে বালিয়াপুর হয়ে কামালকাটি পর্যন্ত বহু স্থানে বড় বড় গর্ত ও রাস্তার উপরের পিচ খোয়া উঠে গিয়ে চরম আকার ধারন করেছে। সড়কটিতে এখন প্রতিনিয়ত ভারী যানবাহন ট্রাক থেকে শুরু করে মাইক্রো, পিকআপ, ইঞ্জিন ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে। দুরাবস্থার কারণে প্রতিদিন যানবাহন দুর্ঘটনা কবলিত হচ্ছে। অনেকে দুর্ঘটনায় শিকার হয়ে ভুগছেন। কেউ কেউ হাসপাতালে ভর্তিও হয়েছেন। সড়কটি পুনঃনির্মাণ করার জন্য এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সাথে সাথে আপাতত ক্ষুদ্র সংস্কারের মাধ্যমে দুর্গতি লাঘবের দাবি জানিয়েন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ