Inqilab Logo

রোববার ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ০৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমের ফাঁদ পেতে কলেজছাত্রকে অপহরণ ও উদ্ধার, গ্রেফতার ৩

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

মোবাইলে প্রেমের ফাঁদ পেতে সম্পর্ক তৈরি করে ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে অহরণ করা হয় কলেজ ছাত্র কবির হোসেন (২৪)-কে। অপহরণের দুইদিন পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার সিঙ্গেরকুল এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় এক নারীসহ অপহরনকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। উদ্ধার কলেজ ছাত্র কবির হোসেন কোটচাদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের ইয়াদুল হোসেনের ছেলে ও যশোর এম এম কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মাসুদ আলম জানান, কবির হোসেনের সাথে মোবাইলে কথা বলার সুত্র ধরে পাশবর্তী মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের রেজাউল ইসলাম মোল্লার স্ত্রী মোছা. ইসমত আরা প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৮ তারিখ বেড়ানোর কথা বলে কবিরকে গোপালগঞ্জ জেলার সিঙ্গেরকুল গ্রামের একটি বাড়িতে নিয়ে যায়। এরপর মোবাইলে কবিরের পরিবারের কাছে প্রথমে ৪ লাখ টাকা দাবি করে। বিষয়টি র‌্যাবকে জানালে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ঝিনাইদহ র‌্যাব-৬ কবিরকে উদ্ধার করে। এসময় অপহরণের সাথে জড়িত মহেশপুরের জাগুসা গ্রামের ইসমত আরা, গোপালগঞ্জের সোনাকুড় গ্রামের বদরুজ্জামান শেখের ছেলে শরাফত হোসেন শেখ (২৪) ও একই জেলার সিঙ্গেরকুল গ্রামের মকবুল মোল্লার ছেলে বাবলু মোল্লা (৫০)। গ্রেফতারকৃদের মধ্যে মোসা. ইসমত আরা দীর্ঘদিন ধরে তার কয়েকজন সহযোগীর সাথে যোগসাজসে প্রতরণার মাধ্যমে মোবাইলে প্রেমের অভিনয় করে লোকজনকে ফাঁদে ফেলে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ