রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইলের মির্জাপুরে অতিরিক্ত মদ্যপানে শ্যামপদ পাল (৩৩) নামে এক ব্যক্তির মৃত্যু ও অপর একজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্যামপদ পাল মির্জাপুর পৌর এলাকার পোস্টকামুরী পালপাড়ার গোপাল পালের ছেলে। গতকাল শুক্রবার সকালে কুমুদিনী হাসপাতালে শ্যামপদ পালের মৃত্যু হয়। এলাকাবাসী জানান, দশমীর রাতে তারা অতিরিক্ত মদ্যপান করে। এতে অসুস্থ হয়ে পড়লে বুধবার তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সকালে শ্যামপদ পালের মৃত্যু হয়। এছাড়া একই গ্রামের হিরেন পালের ছেলে মন্তোষ পালকে (৩০) হাসাতালের (আইসিও) নিবির পর্যবেক্ষন কেন্দ্রে রাখা হয়েছে বলে জানা গেছে।
কুমুদিনী হাসপাতালের নিবির পর্যবেক্ষন কেন্দ্রর দায়িত্বরত চিকিৎসক ডা. দীপঙ্কর ঘটনার সত্যতার স্বীকার করেছেন।
বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু
মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (১৪) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙা বাজার তাজুল উলুম কওমি মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসানের বাড়ি রংপুর জেলায়। জানা যায়, সকালে মেহেদী হাসানসহ কয়েকজন ছাত্র ওই মাদরাসা সংলগ্ন মসজিদের সামনে ব্যাডমিন্টন খেলতে যায়। খেলার সময় ব্যাডমিন্টনের ফুল মসজিদের চালে আটকে পড়ে। মেহেদী ফুল আনতে মসজিদের চালে উঠলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মাদরাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক হায়দারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) হাবিব জানান, আইনী পক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।