বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট-চট্টগ্রাম রেলপথে এসি বগি চালুর বিষয়টি নিয়ে রেলমন্ত্রীর সাথে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। সিলেট চেম্বারের এক অনুষ্ঠানে এমন তথ্য জানিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন নিজে।
ড. মোমেন বলেন, সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেনের এসি বগি না থাকায় শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া পর্যটন খাতও বাধাগ্রস্থ হচ্ছে।
মন্ত্রী আরও জানান, বিষয়টি নিয়ে তিনি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সাথে কথা বলেছেন। রেলমন্ত্রী যত দ্রুত সম্ভব সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেনের এসি বগি সংযোজন করা হবে বলে তাকে জানিয়েছেন। এছাড়া, সিলেট-ঢাকা মহাসড়কে দুটি সার্ভিস লেনসহ ছয় লেনে উন্নীত করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থ বরাদ্দ দিয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।