Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিপু আলম মিলনের কথায় মাকে নিয়ে রাজীবের আবেগী গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

মাগো মা ওগো মা, তুমি না হলে আমার জন্ম হতো না... ক্লোজআপ তারকা রাজীবের কণ্ঠে মুক্তি পেল এমন আকেগপ্রবণ গানের মিউজিক ভিডিও । গানের কথা লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। মিউজিক ভিডিওতে মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন দিলারা জামান ও ঈরেশ যাকের। রূপতনুর সুর ও সঙ্গীতে এটি পরিচালনা করেছেন বৈশাখী টিভির অনুষ্ঠান ও বিপণন উপদেষ্টা বেনু শর্মা এবং প্রোগ্রাম ম্যানেজার লিটু সোলায়মান। বৈশাখী টিভির ফিলার সং হিসাবে প্রচারিত হচ্ছে গানটি। এ গানটিকে ঘিরে সীমান্ত সজলের পরিচালনায় নির্মিত হয়েছে ‘ওগো মা’ নামে একটি নাটকও। আসন্ন বিশ্ব মা দিবসে প্রচার হবে এটি। নাটকের গল্পও লিখেছেন টিপু আলম মিলন। গানটি এ নাটকের টাইটেল সং হিসেবেও ব্যবহার করা হবে। বৈশাখী টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এ গানের মিউজিক ভিডিও। মুক্তির পর থেকেই এ গানের প্রশংসা এখন নেট দুনিয়ায়। হাজার হাজার দর্শকের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে গানটি। গীতিকার টিপু আলম মিলন বলেন, আমার মাসহ পৃথিবীর সকল মায়ের জন্যই আমার এ গান। কারণ, একজন মা সন্তানকে গর্ভে ধারণ করে, কি পরিমাণ জঠর যন্ত্রনা সহ্য করে জন্ম দেন তা তিনি ছাড়া আর কেউ বলতে পারবেন না। শিশুকাল থেকে কত না কষ্ট সহ্য করে সেই সন্তানকে তিনি লালন-পালন করে বড় করেন। কিন্তু অনেক সন্তানই মায়ের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে না। এ কারণে গানটি লিখতে তাগিদ অনুভব করি। মিউজিক ভিডিওর অন্যতম পরিচালক লিটু সোলায়মান বলেন, গানটির শুটিং শেষে রাজীব আমার বুক জড়িয়ে ধরে হাইমাউ করেন কেঁদে ফেলে। রাজীবের অসাধারণ গায়কী দর্শকদের অন্য এক মোহময় জগতে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ