Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

১ ওয়ার
২ সাই রা নরসিমহা রেড্ডি
৩ পাল পাল সে দিল কে পাস
৪ ড্রিম গার্ল
৫ প্রস্থানম

ওয়ার
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার।
খালিদ (টাইগার শ্রফ) দেশপ্রেমিক সেনা কর্মকর্তা। তার বাবাও সেনাবাহিনীতে ছিল, কিন্তু শত্রæর সঙ্গে সে হাত মেলায়। খালিদের মা (সোনি রাজদান) বিষয়টি জানিয়ে দিলে সহকর্মী কবিরের হাতে খালিদের বাবা নিহত হয়। এই কবিরই খালিদের প্রশিক্ষক। পরে এক মিশনে খালিদকে কবিরের নেতৃত্বে নিয়োগ করা হয়। দুই বছর পর কবিরকে এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে হত্যার মিশন দেয়া হয়। দুই বছর পর আরেক মিশনে থাকার সময়ই কবিরের হাতে তার কমান্ডিং অফিসার (মোহিত চৌহান) নিহত হয়। ধরে নেয়া হয় কবির শত্রæদের সঙ্গে হাত মিলিয়েছে। খালিদসহ সবাই স্তম্ভিত হয়ে যায়। এবার খালিদকে দায়িত্ব দেয়া হয় আর কোনও ক্ষতি করার আগে কবিরকে সরিয়ে দেয়ার। একসময় সাবেক প্রশিক্ষকের মুখোমুখি হয় খালিদ। দুজনের মধ্যে সংঘাত চলতে থাকে, কিন্তু একসময় খালিদের চোখ খুলতে শুরু করে এবং অনেক গোপন তথ্য জানতে পারে সে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ