রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের লালপুর ও বাগাতিপাড়ার পৃথক দুটি এলাকা থেকে আনছার সদস্যসহ দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে বাগাতিপাড়ার জয়ন্তীপুর গ্রামের নিজ বাড়ির শোয়ার ঘর থেকে রেহেনা বেগম নামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। রেহেনা বেগম উপজেলার জয়ন্তীপুর গ্রামের সাফাতুল্লাহর স্ত্রী।
পুলিশ জানায়, খবর পেয়ে বুধবার রাত সোয়া দুইটার দিকে বাগাতিপাড়ার জয়ন্তীপুর গ্রামে গিয়ে রেহেনা বেগমের শোয়ার ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অপর দিকে লালপুর উপজেলা থেকে সাবিনা ইয়াসমিন নামে এক আনছার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাবিনা উপজেলার চংধুপইল গ্রামের শাহিন আলমের স্ত্রী। পুলিশ জানায় বুধবার দিবাগত রাত তিনটার দিকে খবর পেয়ে চংধুপইল গ্রামে গিয়ে সাবিনা ইয়াসমিনের শোয়ার ঘরের মেঝে থেকে তার লাশ উদ্ধার করে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করলেই বোঝা যাবে।
দুটি লাশই ময়নাতদন্তের জন্যে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।