Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবরার স্মরণে ঝিনাইদহে ছাত্রলীগের শোক র‌্যালি

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৯, ৪:৪৩ পিএম

ঝিনাইদহে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যাকান্ডের স্মরণে শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সরকারী কেসি কলেজ ছাত্রলীগের আয়োজনে কলেজ চত্বর থেকে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারন সম্পাদক আব্দুল আওয়ালসহ কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ গ্রহন করে। এদিকে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের নির্মম হত্যার প্রতিবাদ ও দৃষ্ঠান্তমূলক বিচারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্র সমাবেশ করেছে। ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় আহবায়ক ছাত্র নেতা প্রসেনজিৎ বিশ্বাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ছাত্র নেতা শারমিন সুলতানা, বিপ্লবী ছাত্র মৈত্রী ঝিনাইদহ জেলা শাখার সভাপতি দিপংকর বিশ্বাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রিমা প্রমুখ। এ সময় সংহতি জানান, বাসদ নেতা এ্যাড. আসাদুল ইসলাম আসাদ, গণসংহতি আন্দোলন ঝিনাইদহ জেলা সমন্বয়ক নজরুল ইসলাম, জেলা বাসদ সংগঠক আছাদুর রহমান প্রমুখ। বক্তাগণ বলেন সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে দীর্ঘদিন যাবত যে সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাজি, টেন্ডারবাজি চলছে আবরার ফাহাদের হত্যাকান্ড তারই বহিঃপ্রকাশ। শিক্ষা প্রতিষ্ঠান সমূহে কোন গণতান্ত্রিক ও মত প্রকাশের নূন্যতম মত প্রকাশের স্বাধীনতা নেই। সাধারণ ছাত্রছাত্রীরা সব সময় ছাত্রলীগের সন্ত্রাসীদের কাছে জিম্মি থাকতে বাধ্য হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবরার হত্যা

১০ ডিসেম্বর, ২০২১
৯ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ