Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামদানি প্রদর্শনী ঘিরে ব্যাপক প্রস্তুতি

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : জামদানি প্রদর্শনী ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক যৌথ উদ্যোগে আগামী রোববার ১৯ জুন হতে ১০ দিনব্যাপী দেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প পণ্য জামদানি প্রদর্শনী ২০১৬ শুরু হতে যাচ্ছে। রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ জাতীয় যাদুঘরে জামদানি পণ্য সামগ্রী প্রদর্শন করা হবে। জাতীয় জাদুঘরে জামদানি প্রদর্শনী শুক্র ও শনি সকাল ১০টা থেকে বিকাল ৫টা এবং অন্যান্য দিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত প্রদর্শনী সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে মোট ২৭টি স্টলে তেরছা, জলপাড়, পান্নাহাজার, করোলা, দুবলাজাল, সাবুরগা, বলিহার, শাপলাফুল, আঙ্গুরলতা, ময়ূরপ্যাচপাড়, বাঘনলি, কলমিলতা, চন্দ্রপাড় ও ঝুমকা ইত্যাদিসহ আরও অনেক বাহারি নামের জামদানি শাড়ির পসরা সাজিয়ে বসবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামদানি প্রদর্শনী ঘিরে ব্যাপক প্রস্তুতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ