Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবরারের ভাই: আমাকেও মেরে ফেলুন, বাবা-মা একবারেই কষ্ট পাবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৯, ১১:২৮ এএম

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজকে মারধর করেছে পুলিশ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফায়াজ। তিনি বলেন, আমাকেও মেরে ফেলুন। বাবা-মা একবারেই কষ্ট পাবে।

বুধবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রায়ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে পরিবারের সঙ্গে দেখা করতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রায়ডাঙ্গা গ্রামে যান বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।

সেখানে ভিসিকে বাধা দেয় গ্রামবাসী। পরে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় আবরারের ছোট ভাই ফায়াজ, তার ফুপাতো ভাইয়ের স্ত্রী ও আরও একজন নারী আহত হন।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আবরারের ছোট ভাই ফায়াজ ফেসবুকে লিখেছেন, ‘আজকে Additional SP (উনি বলেন ওনার নাম মোস্তাফিজুর রহমান) কোথা থেকে সাহস পান আমার গায়ে হাত দেয়ার? আমার ভাবিকে মারছেন? নারীদের গায়ে নিষ্ঠুরভাবে হাত দেন আপনারা? এই চাটুকারদের কি বিচার হবে না? তিনি কালকে ২ মিনিটের মধ্যে জানাজা শেষ করতে বলেছেন কীভাবে? যেই ছাত্রলীগ মারল তারা কেন সর্বত্র? আমার বাবাকে হুমকি দেয়া হয়েছে, আপনার আরেক ছেলে ঢাকা থাকে, আপনি কি চান তার ক্ষতি হোক। আজ বলেছেন কেউ কিছু করলে এক সপ্তাহ পর গ্রামের সব পুরুষ জেলে থাকবে। বিচার চাই, আমি বিচার চাই...নয়তো আমাকে মেরে ফেলুন। বাবা-মা কষ্ট একবারে পাবে।’

স্থানীয় সূত্র জানায়, বুয়েট ভিসি আবরারের কবর জিয়ারত করতে পেরেছেন। তবে আবরারের বাড়িতে ঢুকতে পারেননি। আবরারের ভাই ও বাবার প্রশ্নবানে জর্জরিত হন উপাচার্য। তাদের জিজ্ঞাসা ছিল, উপাচার্য কেন ওই হত্যাকাণ্ডের পরপর সেখানে উপস্থিত হননি। এখন কেন এসেছেন?

এ অবস্থায় আবরারের বাড়িতে ঢোকার সময় উপাচার্যকে বাধা দেয় গ্রামবাসী। আবরারের বাড়ি ঢোকার মুখে ভিসির গাড়ির সামনে শুয়ে পড়েন নারীরা। পরে পুলিশ লাঠিচার্জ করলে আবরারের ছোট ভাই আবরার ফায়াজসহ পাঁচজন আহত হন।



 

Show all comments
  • Nannu chowhan ১০ অক্টোবর, ২০১৯, ১২:৩২ পিএম says : 0
    Soto vai tomake ki bole je shantona debo ta bujhate parsina,shodhu prosnno jage shadhinotar shomoy shoptom srenite ami tokhon mirpur theke hete 26 sha march shokal bela ma baba vai bonder shathe amar o amader briddo nanike nia hete shatnol porjonto tarpor shekhan theke jolojane chadpur theke abar laksham shekhan theke comolla chiora nijer dadar barite paosi jaowar shomoy amar 5botsor boyosher bontao hetese o tar paye foshka pore giasilo,shodho eak kapore ar 9 mash boyoshi soto bontar kapor o khaowar shoronjam sara ar kisui nei nai, shadhin howar por bashai eshe dekhi shodhu deowalta ase,ar kisui nai jai houk pore mohollar Aowamilig neta amader shob list kore relief shamogri ghorer tin shoho amader boraddo shob kisuoi kukhigoto korese ebong tahao amra jante pari amader fufato vai red cross o aowamiliger boro neta howar shobade shei amader mohollar aowamiliger netar seleo eakhon boro neta bus gariteo chada baji kore,eder thekei shikkha protistaneo eaishober chara bopon korese tahao abar polish tader onnai kajer shokol protaction detese aj teder karonei amra jara deshke valo bashi ebong shuchinta theke amra kono kisu protibad kori fahad Abrarer motoi amader rajakar shibir banaia hotta kore ja Afrikaan jonglider vitor age eai dhoroner shongskriti silo,pakistaner shomoy shoshon korese thikoy kintu eairokom ottachar koreni,kinitu dhorshon hotta tara korese 9 masher shadhinotar mukti judder shomoy,tai eai polisher kase valo kisu asha kora jaina,polish jonogoner takai beton nia jonogonke protaction na dia tara protection dei shontrashider.Tai bar baroi prosno jage amra ki ashole shadhin? Shadhinota ki dolio shontrashider jonnoi?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবরার হত্যা

১০ ডিসেম্বর, ২০২১
৯ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ