প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দুরন্ত টিভির একটি কুইজ প্রতিযোগিতা নিয়ে হাজির হচ্ছেন সংবাদ উপস্থাপিকা নবনীতা চৌধুরী। মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ নামে কুইজ প্রতিযোগিতাটির প্রচার শুরু হবে রোববার থেকে। প্রতি রোববার থেকে বৃহ¯পতিবার, রাত ৮ টায় প্রচার ও দুপুর ২ টায় পুনঃপ্রচার হবে। প্রতিযোগিতাটি পরিচালনা করেছেন সুমনা সিদ্দিকী। কয়েক মাসের বিরতির ভেঙে ছোটপর্দার দর্শকদের সামনে আবারও হাজির হচ্ছেন নবনীতা। চপস্টিক নিবেদিত এই প্রতিযোগিতাটির প্রাথমিকভাবে নিবন্ধিত প্রতিযোগীদের মধ্যে থেকে ৬৪ জন চৌকসকে নির্বাচিত করা হয়েছে। পাঁচ সদস্য বিশিষ্ট এই পরিবারগুলো নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতার মূল রাউন্ড। উল্লেখ্য, ১৯৭২ সালে যুক্তরাজ্যে প্রথমবারের মতো মাস্টারমাইন্ড কুইজ প্রতিযোগিতা প্রচার হয়। ভিন্নতা ও অন্যান্য বৈশিষ্ট্যের কারণে প্রচারের পর থেকেই দর্শকদের মধ্যে বিপুল সাড়া ফেলে অনুষ্ঠানটি। প্রায় পঞ্চাশ বছর ধরে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, রাশিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশে কুইজ শোটির সংস্করণ তৈরি করা হয়েছে। এবার বাংলাদেশে এর প্রচার শুরু হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।