প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কিছুদিন আগে অভিনেত্রী মিথিলা ও সঙ্গীতশিল্পী-অভিনেতা তাহসান তাদের একমাত্র মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে বেড়াতে যান। সেখানে মেয়েকে নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়ান। তাদের সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে গুঞ্জণ ওঠে তাহসান ও মিথিলা আবার এক হতে যাচ্ছেন। তবে এ গুঞ্জণ উড়িয়ে দিয়েছেন তাহসান। তাহসান বলেন, এই খবরের কোনো ভিত্তি নেই। এটা শুধুই গুঞ্জণ। এরকম কোনো কিছুই ঘটেনি, ঘটবেও না। আমি ও মিথিলা শুরু থেকেই সন্তানের প্রতি যত্মবান ছিলাম। এর জন্য একটা বন্ধুত্বপূর্ণ স¤পর্ক জরুরি। আমাদের মধ্যে সেটাই রয়েছে। এর বেশি কিছুই না। তিনি বলেন, এটা সত্য আমরা দুজনই আমাদের মেয়েকে নিয়ে ঘুরতে যুক্তরাষ্ট্রে গিয়েছি। দেখা গেছে, আমি আমার মেয়েকে নিয়ে ফ্লোরিডার ডিজনিল্যান্ডে ছিলাম, আর সে ছিল নিউ ইয়র্কে। এমন করেই সফরটা গেছে আমাদের। তবে মেয়ের সঙ্গে খুব সুন্দর সময় পার করেছি। এটা আমার জন্য অনেক উপভোগ্য ছিল। ভালো একটা সময় কাটিয়ে এবার কাজে মনোযোগী হতে পারবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।