Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আবরারের হত্যাকারীদের শাস্তির দাবিতে ছাত্রদলের মশাল মিছিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ৮:২২ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল। মহানগর পূর্বের সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে মশাল মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রবিউল ইসলাম নয়ন বলেন, শুধুমাত্র দেশ, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, দেশের মাটি ও পানির কথা বলার কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা আবরার ফাহাদকে হত্যা করেছে। ছাত্রলীগ ভেবেছে আবরারের মতো একজন দেশপ্রেমিককে হত্যা করলেই দেশের স্বার্থবিরোধী চুক্তির বিরুদ্ধে কেউ মুখ খুলবে না। কিন্তু আজকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠাসহ সারাদেশের মানুষ এই দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে কথা বলছে। অবিলম্বে চুক্তি বাতিলের দাবি জানাচ্ছে। আবরারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে নয়ন বলেন, হত্যাকারীদের কাউকে কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। আমরা অবিলম্বে সকল হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রদল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ