Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বদরগঞ্জে বাল্যবিয়ে কাজির জরিমানা

বদরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

বদরগঞ্জে বাল্য বিয়ে দেয়ার অপরাধে কাজি মামুন মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার সকালে বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নবীরুল ইসলাম এ রায় দেন।

জানা যায়, কাজি মামুন মিয়া উপজেলার মধুপুর ইউপির নাওপাড়া এহিয়াগঞ্জ এলাকায় তার নিজ বাড়িতে রাতে (সোমবার) বাল্যবিয়ে দিচ্ছিলেন। এলাকাবাসি ৯৯৯ এ ফোন দিলে বদরগঞ্জ থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তার বাড়িতে গিয়ে কাজি মামুন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। পরদিন ভ্রাম্যমান আদালতে দিলে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট নবীরুল ইসলাম এ রায় দেন। তিনি জানান, বাল্য বিয়ে দেয়ার অপরাধে কাজি মামুন মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের জেল দেয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ