Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিএস লেপচা বিকল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

কয়েকশ’ যাত্রী নিয়ে বরিশাল থেকে চাঁদপুর হয়ে ঢাকা যাবার পথে বিআইডব্লিউটিসির একমাত্র অভ্যন্তরীণ রুটের যাত্রীবাহী নৌযান পিএস লেপচা গতকাল সকালে মোহনপুরের কাছে বিকল হয়ে পরে। দুপুরের দিকে সংস্থার অপর নৌযান পিএস মাহসুদ বিকল নৌযানটির কাছে এসে সেটিকে উদ্ধার করে ঢাকার উদ্দেশে যাত্রা করে। সন্ধ্যার দিকে পিএস লেপচাকে নিয়ে মাহসুদ ঢাকায় পৌঁছেছে। কয়েকশ’ যাত্রী দিনভর চরম দুর্ভোগ মাথায় করে সন্ধ্যার দিকে ঢাকায় পৌঁছলেও তাদের অনেকেই ছিলেন অভুক্ত। অর্থের অভাবে ডেকের অনেক যাত্রীরই সারা দিন কোন খাবার জোটেনি।

সোমবার সকালে বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে যাত্রা করে সন্ধ্যায় বরিশাল হয়ে পিএস লেপচা ঢাকার উদ্দেশে যাত্রা করে। শেষরাতের দিকে নৌযানটি চাঁদপুরে যাত্রী নামিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করার ঘণ্টা দেড়েক পরেই মূল ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। মূল ইঞ্জিনের ক্রস বেয়ারিংসহ কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ অকার্যকর হয়ে পড়লে নৌযানটি জরুরি ভিত্তিতে মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয়।

দ্রুত বিষয়টি সংস্থার সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষে জানানো হলেও কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেন সাড়ে ৯টার পরে। সকাল সাড়ে ১০টার দিকে পিএস মাহসুদ বিকল নৌযানটির উদ্দেশে যাত্রা করে দুপুরের দিকে সেখানে পৌঁছে সেটিকে নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে। পিএস লেপচা জাহাজটি গত তিন মাসে এ নিয়ে অন্তত ৪ বার বিভিন্ন স্থানে বিকল হল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ