Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমে উঠেছে গুড়পুকুর মেলা

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

সাতক্ষীরার ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা জমে উঠেছে। বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে মেলা। তবে, নারী ও শিশুদের উপস্থিতি বেশি। মেলায় বসানো হয়েছে দেড় শতাধিক স্টল। সাথে রয়েছে নাগরদোলা, নৌকা, রেলগাড়ি চালানোসহ বিভিন্ন ধরণের বিনোদনের ব্যবস্থা। মেলায় শাড়ি, শার্ট, থ্রিপিস, জুতাসহ রকমারি সবধরণের জিনিসপত্রের সমাহার সহজে মানুষকে আকর্ষণ করছে। এরমধ্যে শিশুদের খেলনাসহ মহিলাদের মনোহরি সামগ্রী চোখে পড়ার মতো। দাম মোটামুটি ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভা আয়োজিত শহীদ আব্দুর রাজ্জাক পার্কে চলতি আশ্বিন মাসের প্রথমে (১৯ সেপ্টেম্বর) মেলাটি শুরু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ