Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালো লোক খুঁজে দল গঠন করব

নাজমুল হাসান পাপন এমপি

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

কিশোরগঞ্জের ভৈরব-কুলিয়ারচর সীমান্তে আলহাজ জিল্লুর রহমান সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দুই উপজেলার বৃহৎ অংশ মানুষের সামনে বিসিবি সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ নাজমুল হাসান পাপন বলেন, আগামী কাউন্সিলে খুঁজে ভালো লোক বের করে দল গঠন করব। গত সোমবার রাতে তিনি আরও বলেন, দলে ত্যাগী ও সৎ নেতৃবৃন্দ যাতে অবহেলিত না হয় সেদিকে লক্ষ রাখা হবে। যারা নি:স্বার্থভাবে জনগণের কাজ করবে তাদের গুরুত্ব দেয়া হবে।
উক্ত অনুষ্ঠানে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দেশখ্যাত মৎস্য রপ্তানিকারক শিল্পপতি আলহাজ মুছা মিয়া সিআইপি, ভৈরব উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ সায়েদুল্লাহ মিয়া, ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্য, কুলিয়ারচর উপজেলা চেয়ারম্যান আলহাজ ইয়াছির মিয়া, দুই উপজেলার ইউএনওসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। জনগণ করতালির মাধ্যমে তার এই বক্তব্যকে অভিনন্দন জানান। পরে জনগনের জন্য খুলে দেয়া সেতুর উপর দিয়ে হেঁটে নের্তৃবৃন্দ কুলিয়ারচর প্রান্তে আসেন।



 

Show all comments
  • মোঃকামাল ১০ অক্টোবর, ২০১৯, ১:৩৬ এএম says : 0
    ভালো লোক কেমন হয় সেটা এখনও মনে হয় বুঝার আরও কিছু আছে তবে একটি বিষয় মনে হয় বুঝতে পেরেছি রাজনীতি করলে নেতা হয়তে মন চায় কিন্তু নেতা তো দেখি হওয়া যায় না হয়ে যায় অত এব ভালো লোক কারও গায়ে লেকা তাকেনা আত্যতেগী নেতাকরমি দের দারাই সম্ভব মনে হয়
    Total Reply(0) Reply
  • মোঃকামাল ১০ অক্টোবর, ২০১৯, ১:৩৬ এএম says : 0
    ভালো লোক কেমন হয় সেটা এখনও মনে হয় বুঝার আরও কিছু আছে তবে একটি বিষয় মনে হয় বুঝতে পেরেছি রাজনীতি করলে নেতা হয়তে মন চায় কিন্তু নেতা তো দেখি হওয়া যায় না হয়ে যায় অত এব ভালো লোক কারও গায়ে লেকা তাকেনা আত্যতেগী নেতাকরমি দের দারাই সম্ভব মনে হয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ