প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তারকাদের ক্যামেরার পেছনের জীবন নিয়ে সিনেমা নির্মাণ করছেন পরিচালক অনন্য মামুন। সিনেমাটির নাম মেকআপ। এরই মধ্যে সিনেমাটির বেশিরভাগ শূটিং শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে বাকি কাজ শেষ করে ১৫ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে বলে মামুন জানান। সিনেমাটিতে সুপারস্টার নায়কের ভূমিকায় দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খানকে। আরও রয়েছেন রোশান, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, রিয়েলী, কলকাতার পায়েল মুখার্জি ও বিশ্বনাথ মুখার্জি প্রমুখ। অনন্য মামুন জানান, লাইট-ক্যামেরার পেছনে তারকাদের যে জীবন, তা নিয়েই মেকআপ নির্মিত হচ্ছে। দর্শক দারুণ একটা গল্প দেখতে পাবেন। সিনেমাটি বড় বাজেট নিয়ে তৈরি হচ্ছে। একটি গানের পেছনেই আমরা প্রায় ৭০ লাখ টাকা খরচ করেছি। কিছুদিনের মধ্যে বাকি কাজ করে সিনেমা সেন্সরে জমা দেবো। আশা করছি, ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারবো। সেলিব্রেটি প্রোডাকশন হাউজের প্রথম সিনেমা এটি। এতে গান থাকছে ৪টি। গানগুলোর শিল্পী-ইমরান মাহমুদুল, ন্যানসি, সিথী সাহা। গান লিখেছেন জাহিদ আকবর, স্যাভি, লিংকন ও অনন্য মামুন। সংগীতপরিচালনা করছেন নাভেদ পারভেজ, কলকাতার স্যাভি ও লিংকন। বাংলাদেশ ছাড়াও ভারত ও দুবাইতে সিনেমাটির শূটিং হওয়ার কথা রয়েছে। বাংলা ছাড়াও সিনেমাটি হিন্দি ভাষায় মুক্তি দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।