Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা কুঁড়ি’র মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

জাতীয় শিশু কিশোর সংগঠন আমরা কুঁড়ি বিশ্ব শিশু দিবস উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমি সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সারাদেশে কোচিং ক্লাস বন্ধ এবং স্বাধীনতা দিবস, বিজয় দিবস, অমর একুশে ফেব্রুয়ারি, ১লা বৈশাখ, জাতীয় শোক দিবস, জাতীয় শিশু দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে বিশেষ কোচিং ক্লাস বন্ধের দাবিতে এক মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, অধ্যক্ষ এম এ মান্নান মনির, আমরা কুঁড়ি’র উপদেষ্টা মোসলেম উদ্দিন হাওলাদার ও মোঃ ইব্রাহিম। বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব ফেরদৌস আরা বন্যা, উদ্যাপন কমিটির আহ্বায়ক শফিউল আলম বাবু ও শিশু বক্তা ফাবিহা প্রিয়ম। অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করা হয়- চিকিৎসা সেবায়- অধ্যাপক লায়ন ডাঃ মোঃ শাহীন রেজা চৌধুরী, অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম ও তানিয়া আহমদ, নৃত্য পরিচালক- নিলুফার ওয়াহিদ পাপড়ী ও তরুণ উদ্যোক্তা (পর্যটন)- মোঃ জাকির হোসেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ