Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দরিদ্রদের ফ্রি চিকিৎসা সেবা দিতে শ্রীবরদীতে জাহেরা-শামছুল মেমোরিয়াল হাসপাতালের উদ্বোধন

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৯, ৪:১৪ পিএম

দরিদ্র জনসাধারণকে সমপূর্ন ফ্রি উন্নত সেবার প্রতিশ্রুতি নিয়ে অভিজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাহেরা-শামছুল মেমোরিয়াল হাসপাতাল। ৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার তাতিহাটি ইউনিয়নের চককাউরিয়া মধ্যপাড়া গ্রামে ওই হাসপাতাল (আউটডোর সার্ভিস) উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে হাসপাতাল চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রয়াত জাহেরা-শামছুল হক দম্পত্তির পুত্র, সাবেক প্রাণী সম্পদ বিভাগের ঢাকা বিভাগীয় প্রধান হেদায়েতুল ইসলাম জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রয়াত জাহেরা-শামছুল হক দম্পত্তির কন্যা, হাসপাতালের উদ্যোক্তা ও গাইনী-স্ত্রী বিশেষজ্ঞ ডাঃ কামরুন্নাহার নার্গিস, জামাতা সার্জারী বিশেষজ্ঞ সার্জন ডাঃ এম.এ আজিজ, কৃষিবিদ আল ফারুক ডিওন, জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ খাইরুল কবির সুমন, গাইনী ও প্রসুতি বিশেষজ্ঞ ডাঃ উম্মে জান্নাতুল ফেরদৌস হ্যাপি, তাতিহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল প্রমুখ।
ওইসময় অন্যান্যের মধ্যে শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জাহেরা-শামছুল মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপক মোঃ মাহমুদুর রহমান ফারুকসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, বিশেষজ্ঞ ডাক্তার, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক হেদায়েতুল ইসলাম জাহাঙ্গীর বলেন, উন্নত সেবার প্রতিশ্রুতি নিয়ে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়ন, দুঃস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও মানুষের হাতের কাছে দ্রুত চিকিৎসা সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে এ হাসপাতাল চালু করা হয়েছে। এখানে একাধিক বিশেষজ্ঞ ডাক্তাররা প্রয়োজণীয় চিকিৎসা প্রদান করবেন। হাসপাতালটি সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে।
পরে হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওই মেডিকেল ক্যাম্পে ডাঃ এমএ আজিজ, ডাঃ কামরুন্নাহার নার্গিস, ডাঃ মুহাম্মদ সাইফুল আমীন, ডাঃ মোঃ মিজানুর রহমান, ডঃ এ.ওয়াই.এম ফেরদৌস হাসান, ডাঃ উম্মে জান্নাতুল ফেরদৌস হ্যাপী, ডাঃ আমিনা রহমান, ডাঃ খাইরুল কবির সুমন, ডাঃ খন্দকার রাহাত মাহফুজ, ডাঃ তালহা ইসলাম জিনান ও ডাঃ মমিনুন্নাহার শাকিসহ প্রায় এক ডজন চিকিৎসক রোগী দেখেন। এদিন প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ চিকিৎসা গ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ