বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে জাগাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এরআগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে জয় বাংলা গেইট পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে তারা আবরার ফাহাদের হত্যার বিচার দাবি এবং বাংলাদেশ-ভারত চুক্তির সমালোচনা করে শ্লোগান দিতে থাকে।
অবরোধের ফলে ঢাকা-আরিচা মহাসড়ক দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে প্রায় দুই ঘণ্টা পরে বিকাল ৩ টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রানা প্লাজার সামনে আবরার হত্যার বিচারে দাবিতে মানববন্ধন করেছে উপজেলা ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দরা।
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার সঙ্গে দায়ী সবার সর্বোচ্চ বিচার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবি করেছে ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।
সাভার উপজেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাবলু ইসলাম অর্ণবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি সাইফুল শাওন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে নির্যাতনের জেরে আবরারের মৃত্যুর ঘটনা বুয়েটের মতো প্রতিষ্ঠানের জন্য ন্যাক্কারজনক। আর এই ঘটনার পক্ষে সাফাই গেয়ে ও সিসিটিভি ফুটেজ গায়েব করে এমন অপরাধের সঙ্গে শামিল হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও।
মানববন্ধন থেকে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক খালিদ রাব্বি (রেদোয়ান), দপ্তর সম্পাদক আরিয়ান আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।