বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। শিবির সন্দেহে সোমবার ভোররাতে তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ। কিন্তু তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা যায়।
ফাহাদের গ্রামের বাড়ির আশেপাশের মানুষেরা জানান, ফাহাদের দাদা আবুল কাশেম বিশ্বাস আওয়ামী লীগের সমর্থক। আওয়ামী লীগের প্রথম সময়কালে এবং দুঃসময়ে এই বিশ্বাস বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগের স্থান ছিল। বঙ্গবন্ধুর সহযোগী কুমারখালীর সাবেক এমপি মরহুম কিবরিয়া সাহেব এই বাড়িতে অনেকবার মিটিং করেছেন।
অনেকে আরো জানান, শেখ হাসিনার রাজনীতিতে আসার অনেক আগে থেকে বিশ্বাস বাড়ির মানুষেরা আওয়ামী লীগের সমর্থক ছিলেন। বিপদে আপদে আওয়ামী লীগের নেতা কর্মীদের ভরসার স্থান ছিল এই বাড়িটি, অথচ ফাহাদকে শিবির বলে কূটকৌশল চালিয়েছেন হত্যাকারীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।