বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় জানাজা কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডে অবস্থিত আল-হেরা জামে মসজিদে ফাহাদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।
এর আগে গতকাল রাত পৌনে ১০টায় বুয়েট কেন্দ্রীয় মসজিদে আবরারের জানাজা সম্পন্ন হয়। এরপর লাশ তাঁর বাবার কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁর লাশ দাফনের উদ্দেশ্যে গ্রামের বাড়ি কুষ্টিয়ার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায়গ্রামের বাড়িতে নেওয়া হয়। সকাল ১০টায় তৃতীয় জানাজা শেষে আবরারকে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ।
একটি ফেসবুক পোস্টকে ঘিরে শিবির সন্দেহে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছেন বুয়েট শাখা ছাত্রলীগের কিছু নেতাকর্মী। তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গতকাল সোমবার ভোরে বুয়েটের শেরেবাংলা হল থেকে উদ্ধার করা হয় তাঁর লাশ। ঘটনার পর থেকে বুয়েটে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। উত্তাপ ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও। এই হত্যাকাণ্ডে জড়িত ১৯ জনকে শনাক্ত ও ৯ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রাত ৮টার দিকে আবরার ফাহাদকে হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।