বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল বারী বলেছেন, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া মানুষের মাঝে আল্লাহ ভীতি আসে না। আর আল্লাহ তা’য়ালার ভয়ভীতি ছাড়া দুর্নীতি, জুলুম, অত্যাচার, ঘুষ, জুয়া, মদ বন্ধ হবে না। আমাদের মাঝে আল্লাহ তা’য়ালার ভয়ভীতি নেই বলেই আমরা বিপদগামী। সমাজে মদ জুয়ার ছড়াছড়ি। তিনি গতকাল সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন নরসিংদী পৌরসভা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক ডা. ইদ্রিছ আলী, নরসিংদী সদর উপজেলা সভাপতি মো. জাকারিয়া। বক্তব্য শেষে ইসলামী আন্দোলন নরসিংদী পৌরসভা শাখার নব-নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন প্রধান অতিথি। নব-নির্বাচিত কমিটির সভাপতি হলেন মুফতি কুতুব উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আবদুর রহমান, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ডা. মো. জালাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. শামীম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল খালেক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।