বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কালুরঘাট সড়ক ও রেলসেতু বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলেই নির্মিত হবে। প্রধানমন্ত্রী মঈনুদ্দিন খান বাদল এমপিকে গণভবনে ডেকে নিয়ে সেতু করে দেবেন বলে কথা দিয়েছেন। এ ব্যাপারে উনার পক্ষ থেকে এলাকাবাসিকে জানাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে অনুরোধ করেছেন।
গতকাল (সোমবার) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ ও ১৪ দলের নেতৃবৃন্দ একথা বলেন। সংবাদ সম্মেলনে কালুরঘাট সেতু নিয়ে বিএনপির মিথ্যাচারের প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ ইছা বলেন, বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান কখনোই কালুরঘাট সেতু নির্মাণের জন্য কোনো প্রকল্প নেননি। বরং তিনি ‘ছাগলে কাঁঠাল পাতা পেলে খুশি হয়’ বলে বোয়ালখালীবাসিকে উপহাস করতেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ উল্লাহ দাবি করেছেন মোরশেদ খান এ সেতুর জন্য ২৭৫ কোটি টাকার প্রকল্প নিয়েছিলেন কিন্তু সময়ের অভাবে পারেননি। তা একেবারে ডাহা মিথ্যা। তিনি জনগণকে বিভ্রান্ত করতে এমন বক্তব্য দিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় সদস্য ছৈয়দুল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আহমদ হোসেন, জাসদের বোয়ালখালী উপজেলা সভাপতি মনির উদ্দিন খান, সাধারণ সম্পাদক ওবায়দুল হক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।