Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন গানে কণ্ঠ দিলেন ফজলুর রহমান বাবু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও বেশ গ্রহণযোগ্যতা পেয়েছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তার গাওয়া গানের ভক্তও নেহাত কম নয়। অল্প না বয়সের সখিনা ছেড়ি, সোনাই হায় হায় রে, ইন্দুবালা ইত্যাদি গানসহ বেশ কিছু গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের। মাঝেমাঝেই তিনি অডিও ও চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। স¤প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘দুঃখ দিবা কারে’ শিরোনামের গানটির সুর করেছেন সংগীতশিল্পী বেলাল খান। তার সঙ্গে এটিই বাবুর প্রথম কাজ। গানটির কথা লিখেছেন এ মিজান ও সংগীতায়োজন করেছেন এম এ রহমান।সম্প্রতি বেলাল খানের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। বেলাল খান বলেন, প্রথমবার বাবু ভাইয়ের সঙ্গে গান করা হলে। তিনি আমার সুরে গাইলেন। আগে থেকেই আমরা দুজন একে অপরকে চিনতাম। কিন্তু কাজ করা হলো এই প্রথম। ভালো লাগছে। সুন্দর একটি গান করার চেষ্টা করেছি আমরা। গানটির গীতিকার এ মিজান জানান, গানটি ভিডিও আকারে প্রকাশ পাবে। শিগগিরই গানটির দৃশ্য ধারণ হবে। এতে ফজলুর রহমান বাবুকেও দেখা যাবে। মিউজিক ভিডিও নির্দেশনা দেবেন সৌমিত্র ঘোষ ইমন। প্রকাশ পাবে ম্যাক্স ব্যাক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ