Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিমি চক্রবর্তীর ‘আনজানা’ ২০ লক্ষ ভিউ ছাড়িয়েছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

একই অঙ্গে কত রূপ তার। প্রথমত পশ্চিম বঙ্গের নামী অভিনেত্রী মিমি চক্রবর্তী। তারপর তৃণমূল কংগ্রেসের হয়ে ভারতের গত লোকসভা নির্বাচনে যাদবপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার একজন কণ্ঠশিল্পী হিসেবেও সাফল্য পেলেন। তার আসন্ন অ্যালবামের প্রথম গান ‘আনজানা’ স¤প্রতি অবমুক্ত হয়েছে তারও ইউটিউব চ্যানেল মিমি চক্রবর্তী ক্রিয়েশন্সে। গত ২২ সেপ্টেম্বর মুক্তি পেয়ে এরই মধ্যে ২ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে মিউজিক ভিডিওটি। ইনস্টাগ্রামে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিমি এজন্য। তিনি লিখেছেন : “যদি না শুনে থাকেন এই চ্যানেলে থাকুন আপডেটের জন্য। পূজাতে নতুন গান আসছে।” তুরস্কের মনকাড়া লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। গানের সঙ্গে মিমির নাচের দক্ষতাও স্পষ্ট এতে। গানটি হিন্দি আর ইংরেজিতে মেশানো। কোরিওগ্রাফি করেছেন মিমির বাবা যাদব চক্রবর্তী। গানটি লিখেছেন রাজীব দত্ত এবং সুর দিয়েছেন ডাব্বু। আরেক সূত্র থেকে জানা গেছে মিমি অচিরেই চলচ্চিত্রাভিনয়ে ফিরবেন। তার শেষ ফিল্ম ‘মন জানে না’ গত মার্চে মুক্তি পেয়েছে। তার পরের দুই ফিল্ম- ‘খেলা যখন’ এবং ‘সিঁদুর খেলা’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ