Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দ্য লাস্ট ভয়েজ অফ দ্য ডিমিটার’ পরিচালনায় আন্দ্রে ওভরেদাল!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

সাড়া জাগানো হরর ফিল্ম ‘স্কেরি স্টোরিজ টি টেল ইন দ্য ডার্ক’ পরিচালক আন্দ্রে ওভরেদালের সঙ্গে প্রযোজকদের ‘দ্য লাস্ট ভয়েজ অফ দ্য ডিমিটার’ নির্মাণের ব্যাপারে আলোচনা চলছে। অ্যাম্বলিন পার্টনার্স প্রতীক্ষিত হরর ফিল্মটি প্রযোজনা করবে। ব্রাম স্টোকারের উপন্যাস ‘ড্রাকুলা’র একটি অংশ থেকে ফিল্মটির কাহিনী বিষয়বস্তু নেয়া হয়েছে। উপন্যাসের পাঠকরা জানেন দ্য ডিমিটার জাহাজে করে কাউন্ট ড্রাকুলার কফিন ইংল্যান্ডে আনা হয়। এই জাহাজের সব নাবিক এক রহস্যময় যাত্রীর হাতে একে একে নিহত হয়। ২০০২ সালে ব্রাগি শুত চিত্রনাট্য লিখেছেন। এর আগে ফিনিক্স পিকচার্স এবং মিলেনিয়াম ফিল্মস চলচ্চিত্রটি নির্মাণের উদ্যোগ নিয়েছিল। পরিচালনা করার কথা ছিল প্রথমে রবার্ট শোয়েন্টকে তারপর মার্কাস নিসপেলের। ২০১২তে পরিচালক ডেভিড ¯েøড, কেন্দ্রীয় ভূমিকায় বেন কিংসলেকে আর নুমি রেপেসকে নিয়ে চলচ্চিত্রটি নির্মাণের উদ্যোগ নেন, পরে তাও পরিত্যক্ত হয়। ‘দ্য লাস্ট ভয়েজ অফ দ্য ডিমিটার’ প্রযোজনা করছেন ব্র্যাডলি ফিশার, মাইক মেডেভয় এবং আর্নল্ড ফিশার। চলচ্চিত্রে কারা অভিনয় করবেন জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ