বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ আওয়ামী লীগের এক পক্ষের সংবাদ সম্মেলনে বাঁধা দিয়ে প- করে দিয়েছে।
গতকাল রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সদর আসনের মরহুম সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চুর বাসভবনে সাবেক মুক্তিযোদ্ধা সচিব মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ও জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলমের নেতৃত্বাধীন জেলা আওয়ামী লীগের একটি পক্ষ এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমানুল হক সেন্টু লিখিত বক্তব্য পাঠ করার কালে সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ সেলিম উদ্দিন, ওসি তদন্ত আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সাংবাদিক সম্মেলনে প্রবেশ বাঁধা দিয়ে মাইক কেড়ে নেয়। সাংবাদিক সম্মেলনের অনুমতি নেই বলে তারা সেটি বন্ধ করতে বলেন। এনিয়ে দু-পক্ষের মধ্যে বাদানুবাদ চলে। সৃষ্টি হয় উত্তেজনা। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিক সম্মেলন করার অনুমতি নেই, অপরপক্ষও একইস্থানে সাংবাদিক সম্মেলন করার ঘোষণা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে নেতাদের সাংবাদিক সম্মেলন বন্ধ করতে বলেন। পরে পুলিশের বাধায় আওয়ামী লীগের নেতারা সাংবাদিক সম্মেলন বন্ধ করতে বাধ্য হন।
এসময় সংবাদ সম্মেলনের এলাকার বাহিরে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শোভনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। এরআগে সকালেই মুক্তিযোদ্ধের সংগঠক লুৎফুল হাই সাচ্চুর বাসার প্রবেশমুখে অর্ধশতাধিক পুলিশ পুলিশ অবস্থান নেয়।
সংবাদ সম্মেলনে সদর, বিজয়নগর ও পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমানুল হক সেন্টু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম, জেলা শ্রমিক লীগের সভাপতি কাউসার আহমেদের বিরুদ্ধে বহিস্কারের প্রস্তাব উপস্থাপন করা হয়। এর জবাব দিতেই তারা এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।