Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারের রুমালিয়াছরা দখল উচ্ছেদ দাবি

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

কক্সবাজার শহরের পানি নিষ্কাশনের অন্যতম প্রাকৃতিক ছরা রুমালিয়াছরার উত্তরাংশ দখলের পাঁয়তারা চলছে। একটি ভূমিদস্যু চক্র এটি দখলে পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। উত্তর রুমালিয়ারছড়ার ছিদ্দিক হাজির বাড়ির পেছনে এ দখল কার্যক্রম চলছে। গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে এ দৃশ্য দেখা যায়। বৃহত্তর স্বার্থে এ দখল উচ্ছেদের দাবি জানিয়েছেন এলাকাবাসি।

স্থানীয়দের দাবি, প্রভাবশালি ভূমিদস্যুরা ওই ছড়াটিতে মাটি ভরাট করে জমি দখলে নিয়ে ইতোমধ্যে বাউন্ডারি ওয়াল দিয়ে পৌরসভার কাজ বন্ধ করে দিয়েছে। পাশাপাশি প্রতিনিয়ত শ্রমিক দিয়ে মাটি ভরাট করে ওই ছড়াটি দখল করে আসছে ভূমিদস্যুরা। এতে একদিকে ছরাটি ছোট হয়ে যাচ্ছে। অন্যদিকে বর্ষা মৌসুমে ঢলের পানিতে লোকালয় প্লাবিত হবে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহাব উদ্দিন সিকদার জানান, বিষয়টি নিয়ে দখলবাজদের সাথে তিনি কথা বলেছেন। তবুও তারা কৌশলে দখলবাজি চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি জানান, বিষয়টির ব্যাপারে মেয়রের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমিও সরেজমিন পরিদর্শন করেছি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে রিপোর্ট দিতে বলা হয়েছে। আমি পরিদর্শন করে ঘটনার সত্যতার রিপোর্ট দিয়েছি। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ যথাযথ আইনি ব্যবস্থা নেবেন বলে জানান।
স্থানীয় জনসাধারন আশা করছেন কক্সবাজার পৌর প্রশাসন দ্রুত ছড়াটি দখলমুক্ত করার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ