Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

‘যাদের মন পরিষ্কার তারা শহরকে পরিষ্কার রাখে’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যাদের মন পরিষ্কার তারা শহরকে পরিষ্কার রাখে, অন্যকে ভালোবাসে, অন্যের ধর্মকে শ্রদ্ধা করে, সম্মান জানায়। গতকাল রোববার উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।
মেয়র বলেন, এই শারদীয় দুর্গাপূজায় আমরা দেখতে পাচ্ছি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমানসহ সবাই উৎসবে মিলিত হয়েছে, এটাই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ।
উত্তরায় কোনো শ্মশান ঘাট নেই এলাকাবাসীর এমন দাবির প্রেক্ষিতে মেয়র আতিকুল ইসলাম বলেন, শ্মশান ঘাটের জন্য আপনারা একটি সুবিধাজনক জায়গা খুঁজে বের করেন। আমি একটি আধুনিক শ্মশান ঘাট প্রস্তুত করতে সব ধরনের সহযোগিতা করব।
আলোচনা সভা শেষে মেয়র গান গেয়ে এবং ঢাক বাজিয়ে উৎসবে অংশ নেন। মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা, ওয়ার্ড কাউন্সিলর শরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, উত্তরা সার্বজনীন পূজা কমিটির সভাপতি সত্য কুমার সাহা, সাধারণ সম্পাদক প্রকৌশলী খোকন পাল প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ