Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যাজিক বাউলিয়ানার তৃতীয় সিজন শুরু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯ তৃতীয় সিজন’-এর প্রথম অডিশন ও সিলেকশন রাউন্ড হয়ে গেলো চট্টগ্রামে। বাংলা লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণে মাছরাঙা টেলিভিশনে আবার শুরু হয়েছে সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯ তৃতীয় সিজন’। দেশের তরুণ প্রজন্মকে এবং বিশ্বমঞ্চে বাংলা লোকগানের চিরন্তন আবেদনের সাথে পরিচয় করানোর উদ্দেশ্যেই এই রিয়েলিটি শো। লোকসংগীতের ঐতিহ্য ও সংস্কৃতি অটুট এবং ভবিষ্যত প্রজন্মের জন্য যথাযথ আর্কাইভ তৈরির পাশাপাশি শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সঠিক মূল্যায়ন, গানের রাইটস ও রয়ালিটি যথাযথভাবে নিশ্চিত করার জন্য যাত্রা শুরু হয়েছিলো সান ফাউন্ডেশনের। যাত্রা শুরু করার পর থেকেই সান ফাউন্ডেশন বাংলা লোকসংগীতের প্রসার নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’- এর তৃতীয় আসরে রেজিস্ট্রেশন করেছেন সারাদেশের ৪২ হাজারেরও বেশি প্রতিযোগী। প্রথম অডিশন রাউন্ড অনুষ্ঠিত হলো ৪ অক্টোবর, চট্টগ্রামের দামপাড়ায় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে। দিনভর অসংখ্য প্রতিযোগীদের গান শুনে বিচারকার্য করেছেন বিচারক হিসেবে ঢাকা থেকে অণিমা মুক্তি গোমেজ, আজাদ দেওয়াম মুক্তি, স্বপ্না রায়, খগেন্দ্রনাথ ঠাকুর। আর চট্টগ্রাম থেকে বিচারক ছিলেন কল্যাণী ঘোষ এবং আবদুর রহিম। সকল প্রতিযোগীর গান-সুর, তাল-লয়, উপস্থাপন, ভঙ্গিমা ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করে বিচারকরা অডিশন এবং সিলেকশন রাউন্ড থেকে ঢাকা আসার ম্যাজিক কার্ড প্রদান করেন তিনজন শিল্পীকে। তারা হলেন প্রসান্ত দাস, নয়ন শীল এবং বিধান দাস। বর্ণাঢ্য এই আয়োজন, তারকা শিল্পীদের অংশগ্রহণ আর প্রতিযোগীদের হাড্ডাহাড্ডি লড়াই-এর প্রতিটি পর্ব প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। উল্লেখ্য, বিজয়ী প্রতিযোগীরা দেশ ও বিদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীদের সাথে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-এর মঞ্চে গাওয়ার সুযোগ পাবেন। ম্যাজিক বাউলিয়ানা-এর আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন। পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড। রেডিও পার্টনার রেডিও দিন-রাত, ওয়ারড্রোব পার্টনার - বিশ্বরঙ। প্রেস পার্টনার- কালের কন্ঠ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ