Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নতুন ধারাবাহিক নাটক লাগ ভেলকি লাগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

এশিয়ান টিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘লাগ ভেলকি লাগ’ এর প্রচার। প্রতি সপ্তাহের পাঁচদিন শনিবার থেকে বুধবার রাত ৯ টায় নাটকটি প্রচার হচ্ছে। নাটকটি পরিচালনা করছেন ইমরান হাওলাদার। রচনা করেছেন বরজাহান হোসেন। অভিনয়ে আছেন চিএলেখা গুহ, নাদিয়া আহমেদ, ফারুক আহমেদ, আ.খ.ম হাসান, উর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, বড়দা মিঠু, মিশু সাব্বির, মুকিত জাকারিয়া, মুকুল সিরাজ, সিরাজুল ইসলাম, শামীম, লিটন খন্দকার , আল আমিন, মম শিউলীসহ অনেকে। নাটকটি প্রসঙ্গে পরিচালক ইমরান হাওলাদার বলেন, ‘এটি কমেডি নাটক হলেও গল্পে অনেক সমাজ সচেতনতার মেসেজ আছে। প্রতি পর্বে নানা বিষয় নিয়ে এগিয়ে যাবে গল্প। আর প্রথমে আমাদের একশো পর্বের চিন্তা, তারপর দর্শকদের সাড়া পেলে হয়তো চ্যানেলের চাহিদা অনুযায়ী পর্ব সংখ্যা বাড়বে। প্রত্যেক অভিনয়শিল্পী তাদের মনপ্রাণ উজাড় করে কাজ করেছেন। নাটকটি নিয়ে আমি খুবই আশাবাদী, প্রচারের কিছুদিন পর থেকে জনপ্রিয় হবে লাগ ভেলকি লাগ। টিভি নাটকের দর্শকের জন্য নাটকটি বেশ উপভোগ্য হবে। নাটকের শিরোনাম অনুযায়ী গল্পটাও বেশ চমৎকার আশা করছি, আজ থেকে দর্শকরা চোখ রাখবেন লাগ ভেলকি লাগ দেখতে এশিয়ান টিভির পর্দায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ