Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

১ ডাউনটন অ্যাবি
২ অ্যাবোমিনেবল
৩ হাসলার্স
৪ অ্যাড অ্যাস্ট্রা
৫ র‌্যাম্বো : লাস্ট ব্লাড
অ্যাড অ্যাস্ট্রা
জেমস গ্রে পরিচালিত সাইফাই থ্রিলার ‘অ্যাড অ্যাস্ট্রা’।‘লস্ট সিটি অফ যি’ (২০১৭), ‘দি ইমিগ্র্যান্ট’ (২০১৪), ‘টু লাভার্স’ (২০০৯) ‘উই ওউন দ্য নাইট’ (২০০৭), ‘দ্য ইয়ার্ডস’ (২০০০) এবং লিটল অডেসা’ (১৯৯৪) গ্রে পরিচালিত চলচ্চিত্র। মার্কিন সেনা বাহিনীর প্রকৌশলী ও নভোচারী রয় ম্যাকব্রাইড (ব্র্যাড পিট) গ্যালাক্সি ছাড়িয়ে এক মিশনে মহাশূন্যে যায়, উদ্দেশ্য তার হারিয়ে যাওয়া বাবার অনুসন্ধান। তার বাবা ক্লিফর্ড ম্যাকব্রাইড (টমি লি জোন্স) ১৬ বছর আগে এলিয়েনের সন্ধানে এক মহাশূন্য মিশনে গিয়ে আর ফিরে আসেনি। কয়েকটি রহস্যজনক বিস্ফোরণের সঙ্গে ক্লিফর্ডের সংযোগ আসে বলে সেনা বাহিনীর বিজ্ঞানীদের বিশ্বাস। এর মধ্যে রয় চাঁদ আর মঙ্গলগ্রহের ঘাটিতে উপস্থিত হলে অজানা শক্তি তার মিশনে বাধা দেয়। রয় জানে তার বাবা এমন এক মিশনে গিয়েছিল যা এক সম্ভাব্য বিস্ফোরণ থেকে রুখতে যা মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব বিলোপ করতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ