রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুষ্টিয়ার দৌলতপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শামীম বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাত দেড় টার সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অস্থায়ী ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়। শামীম দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের কাগহাটি গ্রামের রফিকুল ইসলাম বিশ্বাসের পুত্র।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. নুরুন্নাহার জানান, শামীম ডেঙ্গু আক্রান্ত হয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করা। চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দ কুমার পাল জানান, শামীম ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে দৌলতপুর হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা নিরীক্ষার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে সে মারা যায়।
এনিয়ে দৌলতপুর উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।