Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলিতে ট্রেন স্টপেজের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

হিলি বন্দর সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

দিনাজপুরের হিলি স্থলবন্দরের রেল স্টেশন সচল করনসহ সকল আন্ত:নগর ট্রেনের বিরতীর দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে।

গতকাল রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্বারকলিপি প্রদান করা হয়।
এ সময় হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত সাড়ে ৩ হাজার জনগনের স্বাক্ষরিত স্বারকলিপিটি উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের কাছে হস্তান্তর করেন। স্বারকলিপি প্রদানের সময় বিভিন্ন দলের নেতা-কর্মীসহ জনসাধারন উপজেলা পরিষদে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৮ সালের ৭ জানুয়ারি জনবল সংকট দেখিয়ে হিলি স্থলবন্দর রেল স্টেশন কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ করে দেয় রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় দপ্তর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ