Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীনগরে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

শ্রীনগর উপজেলার কুসরি পাড়া গ্রামে গতকাল রোববার পুকুরে ডুবে শিশুসহ দু’জনে মৃত্যু হয়েছে। এরা হচ্ছে- ফুলকচির আকলাছের ছেলে সেজান (১৫) ও টঙ্গীবাড়ির নাছির শেখের ছেলে সাকিন (৬)। নিহত সেজান ও সাকিন খালাত ভাই। তারা মামা মিজান মাঝির বাড়িতে বেড়াতে আসে।

মামা মিজান মিঝি বলেন, বেলা ১১ টার দিকে তার নৌকা চালানো জন্য পুকুরে নৌকায় চড়ে। কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে পুকুরে পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করি।

বেলা সাড়ে ১১ টার দিকে পুকুরের এক পাশে নৌকা দেখতে পেয়ে ঐখানে তাদেরকে খুজে পাই।
উদ্ধার করে ডাক্তার কাছে নিয়ে গেলে তিনি ওই ২ জনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কুসরিপাড়া গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুই শিশুর পরিবারে চলছে কান্নাররোল। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠছে আকাশ-বাতাস।
নদী থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
হিলি সংবাদদাতা

সহপাঠীদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া রংপুর পলেটেকনিকেল কলেজের ছাত্র মারুফ হোসেন মুন্না (১৮)-এর লাশ ৩৬ ঘন্টাপর নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
জানা যায়, গত শুক্রবার সকাল ১১ টায় মারুফ হোসেন মুন্না সহপাঠীদের সাথে ঘাসুরিয়ায় যমুনা নদীতে গোসল করতে নামে নদী পারাপারের সময় সে নিখোঁজ হয়। বহু খোজাখুজি করার পর ঘটনাস্থল থেকে ৮ কিলোমিটার পাঁচবিবি উপজেলার দক্ষিনে উত্তর গোপালপুর নামক স্থানে গত শনিবার দিনগত রাত ১টায় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।

নিখোঁজ মারুফ হোসেন মুন্না দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নন্দিপুর গ্রামের শিক্ষক মতিয়ার রহমানের ছেলে। মারুফ হোসেন মুন্না রংপুর পলেটেকনিক কলেজের ছাত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ