প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শেষ পর্যন্ত শিল্পী সমিতির নির্বাচনে একাই সভাপতি পদে নির্বাচন করবেন চিত্রনায়িকা মৌসুমী। বেশ কয়েকজন জনপ্রিয় নায়ক-নায়িকা তার প্যানেল থেকে নির্বাচন করবেন বলে শোনা গেলেও শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র পদে নির্বাচন করছেন। এ ব্যাপারে মনোনয়ন পত্র জমা দেয়ার পর তিনি বলেন, আমরা অনেক সদস্য মিলে একটি চমক দেয়ার মতো প্যানেল তৈরি করেছিলাম। কিন্তু আড়ালে থেকে একটি মহল এখানে বাধার দেয়াল তৈরি করেছে। সবাইকে নির্বাচন না করতে প্রভাবিত করেছে। এটার কোনও দরকার ছিল না। আমি যেহেতু নির্বাচন করব বলে কথা দিয়েছি তাই সরে যাইনি। আমার নির্বাচন করার কোনও ইচ্ছে ছিল না। সবাই আমাকে নির্বাচন করার জন্য বলেছেন। সেকারণেই নির্বাচনে এসেছি। উল্লেখ্য, ২৫ অক্টোবর এফডিসিতে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি পদে প্রতিদ্ব›দ্বীতা করবেন মিশা সওদাগর ও মৌসুমী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।