Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বিজ্ঞাপনে মেহজাবিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন অভিনেত্রী মেহজাবিন। গত বৃহস্পতি ও শুক্রবার দু’দিন বিজ্ঞাপনটির শূটিং করেছেন। নাফিজের পরিচালনায় একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। মেহজাবিন চৌধুরী বলেন, ‘বিজ্ঞাপনে কাজ করার ক্ষেত্রে অনেক ভেবে চিন্তেই কাজ করি। কারণ বিজ্ঞাপন চ্যানেলে চ্যানেলে বহুবার প্রচার করা হয়। সে ক্ষেত্রে আমাকেও কাজ করার সময় একটু বেশি সচেতন থাকতে হয়, যেন কাজটি ভালো হয়। আমার মনের মতো হলেই বিজ্ঞাপনে কাজ করি আমি। ডিটারজেন্ট পাউডারের গল্প ভাবনা এবং আনুষঙ্গিক সবকিছুই আমার ভালো লাগায় কাজটি করেছি। নির্মাতা বেশ যত্ম নিয়েই কাজটি করেছেন। সবকিছু মিলিয়ে বেশ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি, প্রচারে এলে ভালো লাগবে দর্শকের। উল্লেখ্য, সর্বশেষ পিপলুর নির্দেশনায় সিয়াম আহমেদ’র সঙ্গে বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। এদিকে মেহজাবিনের ইউটিউব চ্যানেল ‘মেহজাবিন চৌধুরী’র বর্তমান সাবস্ক্রাইবার সাড়ে তিন লাখেরও বেশি। কর্ম ব্যস্ততার ফাঁকে তিনি নতুন নতুন কন্টেন্ট তার ইউটিউব চ্যানেলে দেয়ার চেষ্টা করেন। সর্বশেষ মেহজাবিনের ‘স্কাই ডাইভিং ইন দুবাই’ তার চ্যানেলে প্রকাশ করা হয়েছে। আড়াই লাখেরও বেশি ভিউয়ার্স তা উপভোগ করেছেন। মেহজাবিন চৌধুরী এখনো কোন সিনেমায় অভিনয় করেননি। তবে আগ্রহ আছে সিনেমায় অভিনয় করার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ