Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দু’মাস বয়সী কন্যা নিয়ে সামিরা রেড্ডির পর্বতারোহণের চেষ্টা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

বলিউডের অভিনেত্রী সামিরা রেড্ডি তার ২ মাস বয়সী কন্যা নায়রাকে সঙ্গে নিয়ে কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ মুল্লায়ানাগিরিতে আরোহণের চেষ্টা করেছেন। তিনি আরোহণের মাঝ পথে একটি অবস্থান থেকে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেন। তিনি এই ভিডিওতে জানান দম শেষ হয়ে যাবার কারণে মাঝপথেই তিনি শৃঙ্গের শেষে ওঠার চেষ্টা পরিত্যাগ করেন। তিনি ভিডিওটির সঙ্গে লিখেছেন : “নায়রাকে স্ট্র্যাপ করে মুল্লায়ানাগিরিতে শৃঙ্গে আরোহণের চেষ্টা করেছি। দম শেষ হয়ে যাবার কারণে মাঝপথে হাল ছাড়তে হয়েছে। ৬৩০০ উচ্চতার এই পাহাড়টি কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ। নতুন মা হয়েছেন এমন নারীদের কাছ থেকে অসংখ্য মেসেজ পেয়েছি, অনেকেই বলেছে তারা অনুপ্রাণিত হয়েছে এবং ভ্রমণে বেরোবে। আমার ভ্রমণের পোস্টগুলো খুব ভাল সাড়া পাচ্ছে দেখে ভাল লাগছে।” তিনি আরও লিখেছেন : “মা হবার পর মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে অনেকে তবে আমি মন খারাপ না করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। অনেক মাকে জানাইনি তবে আমার মেয়ে চাইলেই আমি তাকে খাইয়েছি। এভাবে সহজেই ভ্রমণ করা যায়।” সামিরা আর অক্ষয় ভার্দের ঘরে নায়রা এসেছে গত জুলাইয়ে। ২০১৪তে তাদের বিয়ে হয়। ২০১৫তে সামিরা প্রথম সন্তান হানসের মুখ দেখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ