Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‌্যাম্পে বাউন্সারের ভূমিকায় জিজি হাদিদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

বাউন্সারদের কাজ হল ক্লাব, রেস্তরাঁ বা অনুষ্ঠানস্থল থেকে উটকো বা বেয়াড়া মানুষদের হটিয়ে শান্তি বজায় রাখা। প্রয়োজনে তার শারীরিক শক্তিও ব্যবহার করে থাকে। সুপারমডেল না হলে জিজি হাদিদ যে এই কাজটি অনায়াসে করতে পারতেন তারই প্রমাণ পাওয়া গেছে। তিনি দক্ষতার সঙ্গে র‌্যাম্প থেকে এমন একজন অনাহুত মানুষকে সরিয়ে তিনি সবার কাছ থেকে বাহবা পেয়েছেন। প্যারিস ফ্যাশন উইকের শ্যানেল স্প্রিং সামার ২০২০ শোতে এক নারী লাফিয়ে র‌্যাম্পে উঠে পড়ে পাশেই ছিলেন জিজি, দ্রæত তিনি পদক্ষেপ নেন এবং তাকে সরিয়ে দেন। পরে জানা যায় এই নারীটি হলেন ফরাসী কমেডিয়ান মারি বেনোলিয়েল, তিনি নিজেকে মারি স’ইনফিল্ট্রে (অনুপ্রবেশকারী মারি) নামে পরিচয় দিয়ে থাকেন। মারি ঝামেলা বাঁধাবার আগে পর্যন্ত গ্রান্দ প্যালেতে স্বাভাবিকভাবে শোটি অনুষ্ঠিত হচ্ছিল। শুরু থেকে প্রথম সারিতে কার্ডি বি এবং অ্যানা উইন্টযুরের পাশেই ছিলেন জিজি। কোনও জানান না দিয়েই মারি মঞ্চের বেদীতে লাফিয়ে ওঠেন সে সময় র‌্যাম্পে হাঁটছিলেন জিজি স্বয়ং। সবাই ধরে নিয়েছিল মারিও মডেলদের একজন। জিজি অবশ্য মারিকে আগে থেকেই চিনতেন। জিজি মারির পথ রোধ করে মঞ্চ থেকে নামিয়ে দেন। এরপর স্বাভাবিকভাবেই শো চলতে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ