Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুর সরকারি হাসপাতালে আগুন আতঙ্ক

হুলস্থুলে আহত অর্ধশত

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অক্সিজেন গ্যাস সিলিন্ডার ফ্লোরে পড়ে বিকট শব্দে বিস্ফোরণ ও আগুন আতঙ্কে হুলুস্থুল কান্ড ঘটেছে। আগুন আতঙ্কে নামতে গিয়ে নার্স, রোগী ও রোগীর স্বজনসহ অর্ধশত লোক আহত হয়।
গত ৪ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৯ টার সময় হাসপাতালের ৪র্থ তলায় মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ডের সব রোগী আগুন আগুন চিৎকার করে নিচে নেমে আসে।

রাত সোয়া দশটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসও আসে।
উল্লেখ্য, আগুন নিয়ে এতো হুলস্থুল কান্ড হলেও শেষ পর্যন্ত কোথাও কোনো আগুনের আলামত
পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ