রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অক্সিজেন গ্যাস সিলিন্ডার ফ্লোরে পড়ে বিকট শব্দে বিস্ফোরণ ও আগুন আতঙ্কে হুলুস্থুল কান্ড ঘটেছে। আগুন আতঙ্কে নামতে গিয়ে নার্স, রোগী ও রোগীর স্বজনসহ অর্ধশত লোক আহত হয়।
গত ৪ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৯ টার সময় হাসপাতালের ৪র্থ তলায় মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ডের সব রোগী আগুন আগুন চিৎকার করে নিচে নেমে আসে।
রাত সোয়া দশটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসও আসে।
উল্লেখ্য, আগুন নিয়ে এতো হুলস্থুল কান্ড হলেও শেষ পর্যন্ত কোথাও কোনো আগুনের আলামত
পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।