Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলেরা ভ্যাকসিন সঙ্কটে দিশেহারা হাঁস খামারিরা

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

মাদারীপুরের কালকিনিতে চরম সঙ্কটে সৃষ্টি হয়েছে ‘কলেরা ভ্যাকসিনের’। আর ভ্যাকসিন প্রয়োগ করতে না পারায় একের পর এক হাঁস পালন ফার্মের হাঁস মরে শূন্য হয়ে যাচ্ছে ফার্ম। এতে করে দিশেহারা হয়ে পড়েছে হাঁসপালন ফার্মের মালিকেরা, আর হতাশ হয়ে পড়ছে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে যারা উক্ত ব্যবসায় নিজেদের সম্পৃক্ত করতে আগ্রহী বেকার যুবক যুবতীরা।

ভূক্তভোগী কালকিনি উপজেলার কাজীবাকাই এলাকার দক্ষিণ ভাউতলি গ্রামের মোসলেম সরদারের ছেলে মো. সাইদ সরদার অশ্রুসজল চোখে বলেন ‘ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তিপেতে যুবউন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে ৪শত হাঁস নিয়ে একটি খামার করি। প্রথমে ‘ ডাক প্লে ভ্যাকসিনের প্রয়োজন হলে তা সঙ্কট দেখা দেয়। তার পরেও অনেক কষ্টে তা সংগ্রহ করে প্রয়োগ করি। কিন্তু এখন ‘ কলেরা ভ্যাকসিন’ প্রয়োগের সময় হলে তা শত চেষ্টা করেও সংগ্রহ করতে পারিনি। নিজ উপজেলা, জেলা সহ এমনকি বরিশালে পর্যন্ত খোঁজ করেছি কিন্তু পাইনি। ফলে কলেরা রোগে আমার ৩শতাধিক হাঁস মরে সাবাড় হয়ে গেছে।’

এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নিরোধ কুমার জয়ধর বলেন ‘কলেরা ভ্যাকসিনের সঙ্কট থাকায় আমারা ঢাকায় পর্যন্ত ভ্যাকসিন সরবরাহের চেষ্টা চালিয়েছি। কিন্তু কোথাও উক্ত ভ্যাকসিন না পাওয়ায় আমরাও হতাশ হয়েছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ